Primary Assistant Teacher Exam Date 2015
Primary Assistant Teacher Admit Card Download & Exam Date 2015. From this recruitment exam of DPE - Govt. Primary Assistant Teacher exam 2015 held by digital method (question formulate & distribute). For that Directorate of Primary Education Department will arrange a meeting with Deputy Commissioner (DC) & associated persons at BUET (Bangladesh University of Engineering and Technology).সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফায় ১৭ জেলায় লিখিত পরীক্ষার দিন চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৮ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।
মঙ্গলবার (০৪ আগস্ট) তিনি বলেন, ২৮ আগস্ট শুক্রবার বিকেল ৩টা থেকে এক ঘণ্টা ২০ মিনিট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলাগুলো হলো- জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পঞ্চগড় ও বাগেরহাট।
১৭ জেলায় এক লাখ ৫০ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষার এক সপ্তাহ আগে ওয়েবসাইট থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। প্রথম দফায় গত ২৭ জুন নড়াইল, মেহেরপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও ফেনী জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Pre-Primary & Primary School assistant teachers were waiting for appointed in two (02) Primary Assistant Teacher job circular 2014. Primary Education Department was announced Pre-Primary School Assistant Teacher job circular in 10th December 2014. Bangladesh government will be appointing almost 16000 teachers temporarily under 3rd Primary Education Development Program (PEDP-3).
Primary Assistant Teacher Exam Date:
Gov.t Primary Assistant Teacher Exam 2015 will be held on 28th August 2015

0 comments:
Post a Comment